মঙ্গলবার আইফোন ১১ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করল অ্যাপেল। এই ফোনগুলি হল আইফোন১১, আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১১ এ রয়েছে একটি ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। অন্যদিকে আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে রয়েছে যথাক্রমে ৫.৮ ইঞ্চি আর ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে।
ক্যামেরা
আইফোন ১১ এ রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় দুটি ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে।
ডিজাইন আর ডিসপ্লে
আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনের ফ্রেম তৈরী হইয়েছে স্টেন লেস স্টিল দিয়ে। আইফোন ১১ প্রো ফোনে থাকছে একটি ৫.৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে আর আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে থাকছে একটি ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে।
ব্যাটারি ও ফেস আইডি
আইফোন ১১ প্রো ফোনে আগের থেকে ৪ ঘন্টা বেশি ও আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে আগের থেকে ৫ ঘন্টা বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপেল।
সিপিইউ আর জিপিইউ
আইফোন ১১ এ থাকছে একটি এ১৩ বায়োনিক চিপ। কোম্পানির দাবি এই চিপে রয়েছে বিশ্বের সুবথেকে শক্তিশালী সিপিইউ আর জিপিইউ। এ১৩ বায়োনিক চিপে রয়েছে ৮৫০ কোটি ট্রানজিস্টার আর আগের থেকে দ্রুতগতির নিউরাল ইঞ্জিন।
0 Comments